জামিল আহমদ 28 March, 2023 01:54 PM
জেনে রাখা ভালো-
আজ রমযানের পঞ্চম দিন। রমযানের বরকতময় দিনগুলো শেষ হয়ে যাচ্ছে।
করবো-
নিজেদের চোখ অবনত
ছাড়বো-
সতী-সাধ্বী মু‘মিন নারীর প্রতি অপবাদ দেওয়া।
মাসআলা-
রোযা অবস্থায় আঁতর বা ফুলের ঘ্রাণ নিলেও কোনো সমস্যা নেই। মারাকিল ফালাহ : (৩৬১)
ভুল ধারণা-
ফরজ গোসল নিয়ে সাহরি খাওয়া যায় না। এটাও ভুল ধারণা। তবে শরীয়তের নিয়ম হল গোসল ফরজ হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে গোসল করে ফেলা।
আমল-
পবিত্র কুরআনুল কারীমের ৫ম পারা তেলাওয়াত।
(প্রতি নামাজের আগে ও পরে ২ পৃষ্ঠা করে পড়লে সহজেই এক পারা হয়ে যাবে)
সুসংবাদ-
রমযান মাস হলো- এ মাসে হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ একটি রজনি (শবে কদর) রয়েছে।
উপকারিতা-
রমযান মাস, সব ধরনের বদঅভ্যাস দূর করার সেরা সময়।
ইফতারপূর্ব দুআ-
ইয়া ওয়াসিয়াল ফাযলি ইগফিরলি।